রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

Mohammad Arman Kohli wishes luck to Virat Kohli

খেলা | 'সেঞ্চুরি করুক বিরাট, জিতুক আমার দেশ', ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী পদ্মাপাড়ের 'কোহলি'র

KM | ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ১৬ : ৪৪Krishanu Mazumder


কৃশানু মজুমদার: কিং কোহলি সেঞ্চুরি করুক। কিন্তু জিতুক  বাংলাদেশ। 

চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-বাংলাদেশ ম্যাচের আগে বিরাট কোহলির জন্য প্রার্থনা শুরু করে দিয়েছেন বাংলাদেশের 'কোহলি' মহম্মদ আরমান। 

চট্টগ্রামের মহম্মদ আরমানকে দেখতে বিরাট কোহলির মতোই। খালি চোখে আমার-আপনার ভুল হওয়াটাই স্বাভাবিক। 

পদ্মাপাড়ে তিনি এখন ট্রেন্ডিং। তাঁর ভিডিও ভাইরাল হচ্ছে।  সাংবাদিকদের ফোন আসছে মুহুর্মুহু। ভক্তদের মেসেজে ভর্তি হচ্ছে মোবাইলের ইনবক্স। তাঁর সঙ্গে ছবি তোলার জন্য শুরু হয়ে যাচ্ছে হুড়োহুড়ি। ২২ বছরের তরুণ জনপ্রিয়তার স্বাদ পেতে শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই।  

সেই মহম্মদ আরমান আজকাল ডট ইনকে বললেন,  ''আমি চাই আমার কিং কোহলি সেঞ্চুরি করুক। কিন্তু জিতুক বাংলাদেশ।'' 

শুরু হয়ে গিয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। দুবাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে ভারত। 

লক্ষ্মীবারের ম্যাচের আগে অনেকেই মনে করছেন বাংলাদেশ বেগ দেবে ভারতকে। চট্টগ্রামের 'কোহলি' বলছেন, ''ভারত অনেক আত্মবিশ্বাসী। এই আত্মবিশ্বাসেরই অভাব বাংলাদেশের। তার উপরে ভারতের রয়েছে বিরাট কোহলির মতো ব্যাটসম্যান। ফলে অনেক এগিয়ে থেকেই শুরু করছে ভারত।'' 

কিংবদন্তি কোহলি ব্যাট করতে নামলে ১০৪ ডিগ্রি জ্বর উঠে যায় আরমানের। ভারতীয় তারকা আউট হয়ে ফিরে গেলে অসুস্থ হয়ে পড়েন তিনি। আরমান 'কোহলি' বলছেন, ''বৃহস্পতিবার সব কাজ বন্ধ। খেলা শুরুর ঘণ্টা দুয়েক আগে থেকে বসে পড়ব টিভির সামনে। দেখব কিং কোহলির ব্যাটিং।'' 

ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে কেবল পঞ্চাশ করেছেন বিরাট। ইদানীং তাঁকে নিয়ে কম কালি খরচ হয়নি সংবাদমাধ্যমে। রান নেই, তাঁর ব্যাট 'বোবা' থেকে যাচ্ছে। আরমান 'কোহলি' শুনতে চান না সে সব। বলেন, ''কোহলির ঘুরে দাঁড়াতে কতক্ষণ। টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মনে করে দেখুন। গোটা টুর্নামেন্টে সেভাবে খেলতে পারল না। ফাইনালে জ্বলে উঠল। দেখবেন এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিং কোহলি অন্য অবতারে ধরা দেবে।'' 

No photo description available.

অতীতে ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই কিছু না কিছু লুকিয়ে ছিল। মাঠে ছিল প্রতিদ্বন্দ্বিতা, ছিল উত্তেজনা, উন্মাদনা। কিন্তু গত কয়েকবছরে ছবিটা বদলে গিয়েছে অনেকটাই। শক্তি অনেকটাই হারিয়েছে বাংলাদেশ। এবারের দলেও নেই শাকিব আল হাসানের মতো বহুযুদ্ধের সৈনিক। আরমান 'কোহলি' বলছেন, ''শাকিব ভাইয়ের অভাব আমরা অনুভব করব। বাংলাদেশে বড় কোনও ট্রফি জেতেনি। চাইব এবার চ্যাম্পিয়ন্স ট্রফিটা জিতুক আমার দেশ। সেই সঙ্গে 'কিং কোহলি'র কাছ থেকেও সেঞ্চুরি আশা করব। চাইব ভারত-বাংলাদেশ ফাইনাল খেলুক। ট্রফিটা আসুক আমার দেশে।'' 

ভারত-বাংলাদেশ ম্যাচের পরেই রক্তের গতি বাড়িয়ে দেওয়া সেই লড়াই। ভারত বনাম পাকিস্তান। যার জন্য একটু একটু করে তৈরি হচ্ছে ক্রিকেটবিশ্ব। দ্রিমি দ্রিমি বুকে তৈরি হচ্ছেন ক্রিকেটপাগলরা। আরমান আত্মবিশ্বাসী বিরাট-ব্যাটে বলীয়ান হয়ে পাকিস্তান জয় করবে ভারত। আরমান 'কোহলি' আশ্বস্ত করেন ভারতের ক্রিকেটপাগলদের। বলছেন, ''চিন্তার কোনও কারণই নেই। পাকিস্তানকে দেখলে জ্বলে ওঠে কিং কোহলি। ম্যাচটায় বিরাট কোহলি সেঞ্চুরি হাঁকাবে আর ভারত খুব সহজেই জিতবে। মিলিয়ে নেবেন।''

প্রিয় বিরাট কোহলির জন্মদিনের পর থেকেই সেনসেক্স বেড়েছে আরমান 'কোহলি'র। বেড়ে গিয়েছে তাঁর ব্যস্ততা। আরমান কোহলিকে নিয়ে খবর হচ্ছে সে দেশের সংবাদমাধ্যমে। প্রমোশনাল কাজে ঢাকা, কুমিল্লা, বরিশাল-সহ আরও অনেক জায়গায় যেতে হচ্ছে তাঁকে।  ঠিক যেন বিরাট কোহলি! কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা আইসিসি তাঁকে প্রচারের কাজে ব্যবহারই করল না। আরমান কোহলি বলছেন, ''সেটা একটা হতাশার জায়গা। বিসিবি বা আইসিসি আমাকে প্রচারের কাজে ব্যবহার করুক, সেটা আমি চাই। আশা রাখি আগামিদিনে ওরা আমাকে ডাকবে।'' 

May be an image of 1 person and beard

ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে বিবিএ পড়ছেন চট্টগ্রামের খুলসির বাসিন্দা। দুই ভাই, দুই বোনের মধ্যে আরমানই বড়। একসময়ে ইসপাহানি ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তিও হয়েছিলেন। কিন্তু ক্রিকেট নিয়ে বেশিদূর এগোতে পারেননি। নিজে না খেললেও ক্রিকেটই তাঁর ধ্যান জ্ঞান। বিরাট কোহলি তাঁর আরাধ্য দেবতা। আরমানের হাঁটা-চলা, তারকা ভারতীয় ব্যাটারের মতো শূন্যে ঘুসি ছোড়া দেখে মনে হবে, এ যে সত্যিই বিরাট কোহলি। 

পদ্মাপাড়ের 'কোহলি'র আশা বিরাটের ব্যাট কথা বলবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। 

আর কে না জানেন, বিরাট কোহলি ব্যাট করতে নামলে গোটা দেশে নেমে আসে অঘোষিত লকডাউন। এক অদৃশ্য সুতো বেঁধে রাখে গোটা দেশকে।  অস্ফুটে কারা যেন বলে ওঠেন, আমি ধর্ম, আমি অধর্ম, আমি ব্রাহ্মণ, আমি মেথর,
আমি রাস্তা ঝাঁট দিই, আমি ইটভাটায় ইট তুলি, আমি কলেজে পড়ি, আমি জেলখানায় 
আমি মাঠে, আমি বস্তিতে, আমি বারোতলায় ...
আমাকে চিনলে না?
আমি ভারতবর্ষ। 
ভারতবর্ষ সূর্যের এক নাম। সেই সূর্য বিরাট কোহলি।  


ViratKohliMohammadArmanKohliIndiavsBangladesh2025ICC_ChampionsTrophy

নানান খবর

নানান খবর

আউট হওয়ার ভিডিও দেখিয়ে এ কী ধরনের রসিকতা! বাবর আজমকে তুমুল ট্রোল আইসল্যান্ড ক্রিকেটের, নেটপাড়ায় হাসির রোল

হায়দরাবাদের স্টেডিয়াম থেকে সরে যাচ্ছে তারকা ক্রিকেটারের নামাঙ্কিত স্ট্যান্ড, আইনি লড়াইয়ে ক্রিকেট বিশ্ব তোলপাড়

সাত গোলের ম্যাচ জিতে উঠে দুঃসংবাদ বার্সার জন্য, কী হল স্পেনের ক্লাবের?

অভিষেকেই তিন-তিনটি রেকর্ড, স্বপ্নের শুরু ১৪ বছরের সূর্যবংশীর

স্টার্ক নন, ভাল আবেশ খান হয়েই থাকতে চান, ম্যাচ জিতিয়ে স্বীকারোক্তি লখনউয়ের তারকা বোলারের

মেয়েদের বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান দল, জানিয়ে দিলেন পিসিবির চেয়ারম্যান

শুরুতেই বাজিমাত, আই লিগ টু-তে অপরাজিত চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার

কোচের মেয়ের সঙ্গে প্রেম, মাঝে বিচ্ছিন্ন যোগাযোগ, বিশ্বকাপের সময়ে তারকা ক্রিকেটার জানতে পারেন বিয়ে স্থির করে ফেলেছেন মা

ভারত, পাকিস্তান ও বাংলাদেশে তিন ভাই, খেলছেন ক্রিকেট

তীব্র গরমে দুপুরে ম্যাচ, মোদি স্টেডিয়ামে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল গুজরাট ফ্রাঞ্চাইজি 

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও

সোশ্যাল মিডিয়া